গুগল দীর্ঘদিন ধরে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন থেকে জরুরি বিপদবার্তা পাঠানোর প্রযুক্তি নিয়ে কাজ করছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধার অপেক্ষায় ছিলেন বহুদিন।
অবশেষে গুগল ঘোষণা দিয়েছে, এ বছরের মধ্যেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে স্যাটেলাইটের মাধ্যমে বিপদবার্তা পাঠানোর সুযোগ চালু হবে।
প্রাথমিকভাবে এই সেবা পাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী পিক্সেল ৯ সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীরা। এই সেবাটি চালু হলে মোবাইল বা ইন্টারনেট নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানো যাবে।
এ প্রযুক্তি ব্যবহারের জন্য গুগল জারমিন ও স্কাইলো প্রতিষ্ঠানের সুবিধা কাজে লাগাবে। ফলে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশে এই সেবা চালু হতে কিছুটা দেরি হতে পারে।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে অ্যাপল যুক্তরাষ্ট্র ও কানাডার নির্দিষ্ট অঞ্চলে ইমার্জেন্সি এসওএস সুবিধা চালু করেছিল। আইফোন ১৪ ও পরবর্তী সংস্করণের আইফোন ব্যবহারকারীরা এই সুবিধার মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বিপদবার্তা পাঠাতে সক্ষম হয়েছেন এবং ইতিমধ্যে কয়েকজন ব্যবহারকারীর জীবন রক্ষায় এই সেবা সহায়ক হয়েছে।