আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১১ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নেতৃত্বেও দ্রুত পরিবর্তনের আভাস দেন তিনি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো সচিবালয়ে কাজ শুরু করেন তিনি। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ক্রীড়া উপদেষ্টা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী আসরটি আগামী ৩ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল। ২০১৪ সালের পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এই আয়োজন শঙ্কার মুখে পড়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বিকল্প ভেন্যু হিসেবে ভারত, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতের কথা বিবেচনা করছে। তবে আসিফ মাহমুদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নত না হলে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের যোগ্যতা হারাতে পারে।