রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে ম্যাচের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনায় সাকিবকে শাস্তির মুখে পড়তে হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) আইসিসি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অশোভন আচরণের কারণে শাস্তি পেয়েছেন সাকিব।
রোববার রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে বল করার সময় পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের প্রতি ক্ষোভ প্রকাশ করে বল ছুঁড়ে মারেন সাকিব। এ ঘটনায় সাকিবের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির লেভেল-ওয়ান লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্টের শাস্তি দেওয়া হয়েছে সাকিবকে। যেহেতু এটি গত ২৪ মাসে তার প্রথম অপরাধ, তাই এক ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে তার নামের পাশে।
সাকিব নিজের অপরাধ স্বীকার করায় এবং ম্যাচ রেফারি রঞ্জন মদুগাল্লের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এছাড়াও স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলকেই শাস্তি দেওয়া হয়েছে। পাকিস্তানের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানার পাশাপাশি আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। বাংলাদেশ দলের ক্ষেত্রেও ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে এবং ৩ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।