রাজশাহীতে চলমান জাতীয় নারী ক্রিকেট লিগের ১৩তম আসরটি টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বকাপের আগে অনুষ্ঠিত এই আসরে আজকের দুটি ম্যাচের একটির ফলাফল পাওয়া গেছে, অন্যটি ভেজা আউটফিল্ডের কারণে বাতিল হয়েছে।
শহীদ কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে আজ সকালে বরিশাল বিভাগের মুখোমুখি হয় স্বাগতিক রাজশাহী বিভাগ। এই ম্যাচে বরিশাল ৩৫ রানে জয়ী হয়েছে।
আগে ব্যাট করতে নেমে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আফিয়া আসিমা ইরা ২১ রান করেন। রাজশাহীর হয়ে আনিশা আক্তার সোবা তিনটি এবং ফারিহা তৃষ্ণা দুটি উইকেট শিকার করেন।
৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে রাজশাহী মাত্র ৩০ রানেই গুটিয়ে যায়। ব্যাট হাতে নিরাশাজনক পারফরম্যান্সের পাশাপাশি বল হাতে বরিশালের ইরা দুর্দান্ত পারফর্ম করেছেন, মাত্র ৩ রান খরচায় ৪ উইকেট নেন। সাবেকুন্নাহার আরও তিন উইকেট নিয়েছেন।
অন্যদিকে, একই মাঠে দুপুরে সিলেট বিভাগের বিপক্ষে খেলতে নামার কথা ছিল চট্টগ্রাম বিভাগের। কিন্তু বৃষ্টির কারণে মাঠের আউটফিল্ড ভেজা ছিল। নির্ধারিত সময় অনুযায়ী আউটফিল্ড শুকানোর সুযোগ না পেয়ে ম্যাচ রেফারি খেলাটি পন্ড ঘোষণা করেন।
এই দুটি ম্যাচের পর লিগের অবশিষ্ট খেলা চলবে বিশ্বকাপের আগে।