স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে বিদায় জানিয়ে বসুন্ধরা কিংস ২০২৪-২৫ ফুটবল মৌসুমের জন্য নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রোমানিয়ার ভ্যালেরি তিতা। নতুন কোচকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
গত মৌসুমের শেষের দিকে বসুন্ধরা কিংস নতুন কোচ নিয়োগ দেয়। যদিও ঘরের মাঠে কিংস দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে, আন্তর্জাতিক আসরে তারা তেমন সফলতা অর্জন করতে পারেনি। পাশাপাশি, টিম ম্যানেজমেন্টের এক কর্মকর্তার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় স্প্যানিশ কোচ অস্কারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে।
নতুন কোচ ভ্যালেরি তিতা, যিনি রোমানিয়ার ৫৮ বছর বয়সী, কোচিং ক্যারিয়ারের বড় অংশই কাটিয়েছেন এশিয়ায়। তিনি সিরিয়ার জাতীয় দলের কোচ হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে কোচিং পেশায় প্রবেশ করার পর, তিতা তার দেশের ক্লাবের কোচ হিসেবে এক বছরের বেশি দায়িত্ব পালন করেননি। বরং, তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ক্লাবের কোচ হিসেবে কাজ করেছেন।
সর্বশেষ, তিতা সৌদি আরবের দ্বিতীয় স্তরের ক্লাব আল আইনে ছিলেন। এছাড়া, তিনি ২০১০-১১ এবং ২০২১-২২ মৌসুমে সিরিয়ার জাতীয় দলের কোচ ছিলেন।