বাংলাদেশ ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু করেছিল, যেখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধীনে জয় পেয়েছিল টিম টাইগার্স। তবে এরপর তিনটি ম্যাচে হারলেও এবার পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জয় পেয়ে আবারও জয়রথে ফিরেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে আবারও ক্রিকেটের টেস্ট ফরম্যাটে ফিরেছে বাংলাদেশ। এই টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান সংগ্রহ করে, ফলে ১১৭ রানের লিড পায়। নিজেদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায়। ৩০ রানের সহজ লক্ষ্য নিয়ে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশ জয় নিশ্চিত করে।
এই ঐতিহাসিক জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে দুই ধাপ এগিয়ে এখন ছয়ে অবস্থান করছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই বড় জয়ে শান্তর দল আট থেকে ছয়ে উঠেছে। পাকিস্তান এখন আটে নেমে গেছে, যেখানে বাংলাদেশ সিরিজের আগে ছিল তলানির দিকে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে শীর্ষে রয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারতের ঝুলিতে আছে ৬৮.৫২ শতাংশ পয়েন্ট, আর অস্ট্রেলিয়া ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সমান পাঁচ ম্যাচে দুই জয় পেলেও, হেড টু হেডে এগিয়ে শ্রীলঙ্কা একধাপ ওপরে রয়েছে। শীর্ষে থাকা দুই দল ২০২৫ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে।