বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে, এবং এর প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
এই সংকটময় পরিস্থিতিতে দেশের সকল শ্রেণির মানুষের মতোই উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ক্রিকেটাররা। বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার আহ্বান জানাচ্ছেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার পানিতে আটকে পড়া এক শিশুর ছবি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। যদিও ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলে দাবি করেছেন অনেকে, তবে সেই ছবিটিই নিজের ফেসবুকে শেয়ার করেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তিনি ছবিটির ক্যাপশনে নিজের হতাশার কথা জানানোর পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করেছেন।
এদিকে, ক্রিকেটাররা মাঠের বাইরে থেকেও দেশের মানুষের প্রতি তাঁদের দায়বদ্ধতা দেখিয়েছেন। পাকিস্তানে জাতীয় দলের সঙ্গে থাকা শরিফুল ইসলাম রাওয়ালপিন্ডি টেস্টে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেওয়ার পর রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কুরআনের একটি আয়াত শেয়ার করে বন্যার্তদের জন্য সহায়তা চেয়েছেন।
তাওহীদ হৃদয়, যিনি বর্তমানে ‘এ’ দলের সঙ্গে আছেন, তিনিও নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন। নুরুল হাসান সোহানের মতো একই ছবি পোস্ট করে হৃদয় জানিয়েছেন, দেশের কোনো দূর্যোগে সরাসরি পাশে থাকতে না পারায় নিজেকে অসহায় মনে হচ্ছে। তবে তাঁর বন্ধুরা মাঠ পর্যায়ে কাজ করছে, এবং তিনি সবাইকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বন্যার পরবর্তী সময় পর্যন্ত পাশে থাকার গুরুত্বের কথা তুলে ধরেছেন তিনি।
সকলেরই আশা, এই দুর্যোগ শীঘ্রই কেটে যাবে এবং বন্যার্তদের সহায়তায় দেশবাসী একসঙ্গে কাজ করবে।