রাজধানীর ওয়ারী হাটখোলা মোড় এলাকায় বিএনপির নেতা আল আমিন ভুঁইয়া (৪২) ও তার ছোট ভাই নূরুল আমিন (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে, কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে সাড়ে ১২টায় এবং নূরুল আমিনকে দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রুহুল আমিন জানান, তার ভাই আল আমিন ঢাকা মহানগর দক্ষিণের ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং একটি পত্রিকায় কাজ করতেন।
অন্যদিকে, নূরুল আমিন পাঠাও মোটরবাইকচালক ছিলেন। তাদেরকে কুপিয়ে আহত করে ওয়ারীর হাটখোলা মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, হত্যাকারীদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এই বিষয়ে তদন্ত চলছে। নিহত আল আমিন এক সন্তানের পিতা ছিলেন এবং তাদের পরিবার ওয়ারীর দুই নম্বর কে এম দাস লেন এলাকায় বাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় জনগণ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।