---Advertisement---

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদের

By Ismail

Published On:

Follow Us
---Advertisement---

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, স্বৈরাচারের পতনের পর এখন জাতি, ধর্ম, বর্ণ, এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

তিনি দাবি করেন, স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলটিকে নিষিদ্ধ করতে হবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এসব কথা বলেন।

অলি আহমদ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ নতুন সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতার আশা প্রকাশ করেন। ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং সু-চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর ইত্যাদি দেশে সাজাপ্রাপ্ত ও বহিষ্কৃত বাংলাদেশিদের মুক্তি ও পুনর্নিয়োগ-পুনর্বাসনের ব্যবস্থার আহ্বান জানান।

এছাড়া, ২০০৯ সাল থেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবি করেন।

অলি আহমদ আরও বলেন, সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীসহ সরকার কর্তৃক অপহৃত, নিহত ও গুম হওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করে এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে হবে।

এজন্য একটি স্বতন্ত্র তদন্ত কমিশন গঠনেরও প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি।

সাবেক এই সংসদ সদস্য দাবি করেন, স্বৈরাচারী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব অভিযুক্ত ও পলাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে তাদের অবৈধ সম্পদ জব্দ করতে হবে এবং বিদেশে পাচারকৃত সম্পদ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

অলি আহমদ বলেন, বাংলাদেশের স্থল, জল বা বিমানবন্দর দিয়ে কোনো অভিযুক্ত ব্যক্তি যেন পালাতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে অপরাধীরা যেন অনুপ্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করারও প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি।

পরিশেষে, উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার দাবি জানান অলি আহমদ।

পাশাপাশি, আগামী ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচনের সময়সূচি নির্ধারণ এবং পরবর্তী চারটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে আয়োজনের দাবি তোলেন তিনি।

MD. Ismail is the founder and editor of Taza Bangla, a platform dedicated to delivering fast, accurate, and unbiased news for Bengali readers. With a passion for storytelling, he is committed to keeping the audience informed with the stories that matter most.

Leave a Comment