ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে ১২ আগস্ট তারিখে জারিকৃত ৯৭২ স্মারকবহুল পত্রটি বাতিল করা হয়েছে। ওই পত্রে কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিমাণ নিরূপণের জন্য তথ্য সরবরাহের নির্দেশনা ছিল।
জানা গেছে, এই পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ একক সিদ্ধান্তে জারি করা হয়। এর প্রেক্ষিতে খান শাহানুর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পত্রটি প্রেরণের সময় প্রক্রিয়া মেনে চলা হয়নি এবং তাই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।