পুরান ঢাকার ব্যবসায়ীদের সব ধরনের নিরাপত্তার আশ্বাস দিয়ে গণসংযোগ করেছেন জামায়াত-শিবিরের নেতারা।
শুক্রবার (৯ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. ইকবাল হোসাইন (সাফওয়ান) ও কোতোয়ালি থানা আমির মতিউর রহমানের নেতৃত্বে এই গণসংযোগ পরিচালিত হয়।
এ সময় নেতারা ব্যবসায়ীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজার, গ্রেটওয়াল মার্কেট ও ইসলামপুরে গণসংযোগ পরিচালিত হয়।
এই গণসংযোগে জবি শাখা ছাত্র শিবির সেক্রেটারি আসাদুল ইসলাম (আব্দুর রহমান)সহ শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জবি শাখা শিবির সভাপতি মো. ইকবাল হোসাইন বলেন, “আমরা একটি স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে আরেকটি স্বৈরতন্ত্রে প্রবেশ করতে চাই না। আমাদের সতর্ক থাকতে হবে যাতে চাঁদাবাজরা আমাদের সমাজে জেঁকে না বসে। রাষ্ট্রীয় সম্পত্তি আমাদের সবার হেফাজত করতে হবে, অন্যথায় আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবো।”
তিনি আরও বলেন, “আমরা আওয়ামী লীগ-ছাত্রলীগের ওপর বেশি জুলুম যাতে না করি। তারা হয়তো না বুঝে দেশের জনগণের ওপর জুলুম-অত্যাচার করেছে। পুলিশ ভাইদের কাজে ফিরে আসার সুযোগ দিব আমরা। কারণ, পুলিশ সদস্যরা বাধ্য হয়ে তাদের ঊর্ধ্বতনের আদেশ পালন করছে।”
মক্কা বিজয়ের প্রসঙ্গ টেনে শিবির সভাপতি মো. ইকবাল আরও বলেন, “মক্কা বিজয়ের পর আল্লাহর রাসুল কারও বাড়িঘরে হামলা করেননি। আল্লাহর ঘোষণা হলো, মুমিনদের কোনো বিজয় এলে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং শুকরিয়া আদায় করে। আমরাও কারও সম্পদের ক্ষতি করব না এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও শুকরিয়া আদায় করব।”
এই গণসংযোগে জামায়াত-শিবিরের নেতারা ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তাদের মনোবল চাঙ্গা করেছেন।