নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে নতুন ৫ জন উপদেষ্টা যুক্ত হতে যাচ্ছেন। আগামী শুক্রবার (১৬ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করবেন তারা। এই শপথের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সংখ্যা দাঁড়াবে ২২ জনে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৭ জন উপদেষ্টা ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন। তবে নতুন করে আরও ৫ জন উপদেষ্টা অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। যদিও নতুন উপদেষ্টাদের নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের জন্য ৫টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন উপদেষ্টাদের বাসায় পাঠানো হবে এবং সেখান থেকে তারা শপথ গ্রহণের জন্য বঙ্গভবনে যাবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ পাঠ করাবেন। এই সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন।
এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ জন উপদেষ্টা তিন ধাপে শপথ গ্রহণ করেন। প্রথম দফায় ৮ আগস্ট ১৩ জন উপদেষ্টা শপথ নেন, দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ২ জন উপদেষ্টা শপথ নেন, এবং সর্বশেষ ১৩ আগস্ট একজন উপদেষ্টা শপথ গ্রহণ করেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয় এবং ছাত্র-জনতার দাবির মুখে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।