সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর সদরঘাট থেকে নিউমার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সালমান এফ রহমান ও আনিসুল হককে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর থেকে তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে ছিলেন। কিছু নেতার দেশত্যাগের খবরও পাওয়া গেছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করার তথ্য জানা গেলো।
আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে নির্বাচিত হয়ে আইনমন্ত্রী হন এবং সেই পদে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন। অপরদিকে, সালমান এফ রহমান বাংলাদেশের শিল্প ও বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বেক্সিমকো গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
প্রসঙ্গত, ৫ আগস্টের আন্দোলনের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং ৭ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।