---Advertisement---

স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে, এমরান সালেহ

By Ismail

Published On:

Follow Us
---Advertisement---

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “গণ–অভ্যুত্থানে পতিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে থেকে ছাত্র হত্যাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের উসকানি দিচ্ছেন।”

আজ শনিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত শ্রমিক সেলিম শেখের কবর জিয়ারত শেষে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রিন্স বলেন, “শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলছেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো প্রধানমন্ত্রী। অথচ শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে চলে গেছেন। ভারত সরকারের সেফ হাউসে থেকে শেখ হাসিনা কীভাবে টেলিফোনে এসব হুমকি দেন, তা বাংলাদেশ সরকারের জানতে চাওয়া উচিত।”

এমরান সালেহ আরও অভিযোগ করেন, “পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ বিভিন্ন এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে তার দায় বিএনপির ওপর চাপানোর ষড়যন্ত্র করছে। বিএনপির নাম ভাঙিয়েও অনৈতিক কাজের চেষ্টা হচ্ছে। বিএনপির নাম ভাঙিয়েও দলের কেউ যদি আওয়ামী লীগের ফাঁদে পা দেয়, তাহলে তা কঠোর হাতে দমন করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা বদরুল আহসান খান, সৈয়দ গুলজার হোসেন, আলী আজম খান, সারোয়ার হোসেন, মনজুরুল হক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোতালেব হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।

নিহত শ্রমিক সেলিম শেখ এবং একই উপজেলার আহত দেলোয়ার হোসেন ও ভুবনকুড়া ইউনিয়নের আবদুর রাজ্জাকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এমরান সালেহ।

এরপর দুপুরে হালুয়াঘাট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রতি মুক্ত ও স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

MD. Ismail is the founder and editor of Taza Bangla, a platform dedicated to delivering fast, accurate, and unbiased news for Bengali readers. With a passion for storytelling, he is committed to keeping the audience informed with the stories that matter most.

Leave a Comment