---Advertisement---

গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র মেরামতে শহীদদের রক্তের ঋণ শোধ করা হবে, প্রিন্স

By Ismail

Published On:

Follow Us
---Advertisement---

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা হবে।

তিনি বলেন, ছাত্র গণঅভ্যুত্থান জাতিকে নতুন পথ দেখিয়েছে, আর আওয়ামী লীগ তাদের ১৫ বছরের শাসনে বাংলাদেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রব্যবস্থায় সংস্কার এনে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধোবাউড়া বাজারে অনুষ্ঠিত এক সমাবেশে প্রিন্স এই মন্তব্য করেন।

সমাবেশের মূল উদ্দেশ্য ছিল আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আওয়ামী লীগ সরকারের পতনের আহ্বান, বেগম খালেদা জিয়ার মুক্তি, এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দেওয়া।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন হয়েছে। কিন্তু সেই নির্যাতনের প্রতিশোধ নিতে জনগণকে উসকানি দেওয়া উচিত নয়। তিনি সবাইকে ধৈর্য সহকারে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এর আগে, তিনি হালুয়াঘাট এবং ধোবাউড়ার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আহ্বান জানান।

একই সঙ্গে, তিনি গাজীপুরে আন্দোলনে নিহত শহীদ বিজয় ফরাজীর কবর জিয়ারত করেন এবং গুলিবিদ্ধ মো. মেহেদী ও আবু নাঈমের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।

MD. Ismail is the founder and editor of Taza Bangla, a platform dedicated to delivering fast, accurate, and unbiased news for Bengali readers. With a passion for storytelling, he is committed to keeping the audience informed with the stories that matter most.

Leave a Comment