বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, শেখ হাসিনা ভারতে গিয়ে কূটচাল চালাচ্ছেন এবং সেখান থেকে বিভিন্ন শলা-পরামর্শ করছেন।
তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের সিদ্ধান্ত নিতে হবে যে, তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখবে নাকি বাংলাদেশের ১৮ কোটি জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে।
সোমবার (১২ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হারুনুর রশীদ বলেন, “ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তাহলে আমাদের দরজা খোলা রয়েছে। আমরা নিকটতম প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। তবে ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে চায়, তাহলে তার যথাযথ জবাব দেওয়া হবে।”
তিনি যমুনা সেতুর নাম পরিবর্তন করে কোটা আন্দোলনে নিহত আবু সাঈদের নামে করার দাবি জানান। একই সঙ্গে গণআন্দোলনে নিহত ও আহতদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করারও দাবি তোলেন।
হারুনুর রশীদ বলেন, “শেখ হাসিনা পুলিশ ও বিচার বিভাগকে নিজের মতো করে ব্যবহার করেছেন। হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, গুম করেছেন, এবং আইনের অপব্যবহার করেছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন। এমন করে দেশ চলতে পারে না।”
কোটাবিরোধী আন্দোলনে হতাহতদের গ্রেপ্তার এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবিতে এই সমাবেশের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপি। এতে অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বিএনপি নেতা শামসুল হক, আ ক ম শহিদুল আলম বিশ্বাস পলাশ, তাসেম আলী প্রমুখ।