শেখ হাসিনার পদত্যাগের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের আর কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সংগঠনটির সমন্বয়ক উমামা ফাতেমা।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত মাঠে নামিয়ে এই প্ল্যাটফর্মকে অকার্যকর ঘোষণার দাবি জানান।
শনিবার (১০ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
উমামা ফাতেমা বলেন, “ছাত্রদের আন্দোলনের চাপে শেখ হাসিনার পদত্যাগের পর এই প্ল্যাটফর্মের আর কোনো কার্যকারিতা নেই।
এখন ছাত্রদের উচিত এলাকা ভিত্তিক সহিংসতা প্রতিরোধ টিম, ট্রাফিক নিয়ন্ত্রণ টিম এবং ঘুষ/দুর্নীতি প্রতিরোধ টিম গঠন করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা।”
আমাদের পড়াশোনায় ফিরে যাওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মনোযোগী হওয়া উচিত। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামিয়ে দ্রুত এই প্ল্যাটফর্মকে অকার্যকর ঘোষণা করতে হবে।
তিনি আরও বলেন, “এই প্ল্যাটফর্মকে রাজনৈতিক কাঠামোতে পরিণত না করার সিদ্ধান্ত নেতাদের মধ্যে আগে থেকেই নেওয়া হয়েছে। যদি তা রাজনৈতিক কাঠামোতে পরিণত হয়, তাহলে গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা থেকে আমরা বিচ্যুত হবো, এবং মানুষের আস্থা হারাবো।”
তিনি সতর্ক করেন, “অনেক সুবিধাভোগী গোষ্ঠী এই আন্দোলনের ফায়দা লোটার চেষ্টা করছে। ছাত্রদের সচেতন হতে হবে, নতুবা এই প্ল্যাটফর্মটি একটি গোষ্ঠীস্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হবে এবং মানুষের আস্থা হারাবে। আমাদের বুঝতে হবে, কোথায় থামতে হবে।”