বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, কিছু দুষ্কৃতকারী ও নব্যবিএনপি সদস্যরা বিএনপির নাম ব্যবহার করে দলের বদনামের অপচেষ্টা চালাচ্ছে।
বুধবার (১৪ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোর নামে দখলকৃত সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, এই নব্যবিএনপির সদস্যরা লুটতরাজ, চাঁদাবাজি, দখলদারিত্ব ও বিশৃঙ্খলা তৈরি করছে। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা বিএনপির বদনামের চেষ্টা করছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ এ ধরনের কাজ করার চেষ্টা করলে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপি লুটতরাজ, দখলদারি এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমিনুল হক বিএনপির নেতাকর্মীদেরকে দুর্নীতিমুক্ত ও স্বৈরাচারমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তব্যের শেষে তিনি ঢাকার বিভিন্ন থানায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান ও বিক্ষোভ মিছিলে যোগ দেন।