বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের চাপের মুখে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়ায় চলে যান।
তার এমন আকস্মিক প্রস্থানে দিশেহারা হয়ে পড়েন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী। এর প্রভাব পড়ে ১৪ দলীয় শরীক দলের নেতাদের ওপরও, যাদের অনেকেই আত্মগোপনে যেতে বাধ্য হন।
শেখ হাসিনার এই গোপন পদত্যাগের খবর অনেকেই জানতে পারেননি। ফলে মন্ত্রী-এমপিসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জনরোষের ভয়ে আত্মগোপনে চলে যান।
যদিও কিছু নেতা দেশের পরিস্থিতি আঁচ করতে পেরে আগেই ভিন দেশে চলে গেছেন, তবে তাদের সংখ্যা খুবই কম। বেশিরভাগ নেতাই দেশের ভেতরে গোপন আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
১৪ দলের নেতাদের অবস্থাও একই রকম। শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শরীক দলগুলোর প্রথম সারির নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি দলের নিচের সারির নেতাকর্মীরাও তাদের খুঁজে পাচ্ছেন না, ফলে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এই পরিস্থিতিতে ১৪ দলের প্রথম সারির নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ফোন বন্ধ পাওয়া গেছে। দলীয় সূত্র জানায়, তিনি নিরাপদ স্থানে আছেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ফোনও বন্ধ পাওয়া গেছে। আরও কিছু দলীয় প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি। দলের কেন্দ্রীয় নেতারা জানান, তারা সবাই আতঙ্কিত।
কিছু অফিস ও নেতাদের বাড়ি জনরোষের শিকার হয়েছে, যার মধ্যে ওয়ার্কার্স পার্টি ও জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান জানান, “আমরা আতঙ্কে আছি। কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। রাজশাহীতে আমাদের নেতা ফজলে হোসেন বাদশার বাসভবনে হামলা হয়েছে।”
তিনি আরও জানান, দলের সভাপতি সোমবার থেকে অজানা স্থানে আছেন, তার ফোন বন্ধ। তিনি বলেন, “বাংলাদেশে এখন দক্ষিণপন্থার উত্থান ঘটেছে, প্রতিবিপ্লব হয়েছে।
মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ডা বাস্তবায়ন হয়েছে। আমরা শেখ হাসিনাকে আগেই সতর্ক করতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমাদের কথা শুনতেন না।”
শরীক দল গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শহীদুল্লাহ সিকদার আগেই দেশ ছেড়ে আমেরিকায় চলে গেছেন বলে জানান দলটির সাধারণ সম্পাদক ভুপেন্দ্র ভৌমিক দোলন, যিনি বর্তমানে নিজ গ্রামের বাড়ি কিশোরগঞ্জে অবস্থান করছেন।