বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এবং সাজু খাদেমসহ ৫০ জনের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম জাকী আল ফারাবীর আদালতে গত রোববার ব্যান্ড শিল্পী আসিফ ইমাম এ মামলা দায়ের করেন।
মামলার বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে স্টেজ শোয়ের জন্য অবস্থান করছেন। তিনি বলেন, “আমরা শিল্পী হয়ে সাবেক প্রধানমন্ত্রীকে হামলা করে হত্যার চেষ্টা করব, এটা কেমন কথা? আমার মনে হয়, প্রকৃত অপরাধীদের আড়াল করতে শিল্পীদের জড়িয়ে এ ধরনের মামলা করা হচ্ছে। রাজনৈতিক ভিন্ন মতাদর্শ থাকলেও শিল্পীরা সংঘাতে বিশ্বাসী নয়।”
জায়েদ খান আরও বলেন, “এখন যেটা হচ্ছে, আমার মনে হয়েছে দেশে অস্থির পরিবেশ তৈরির জন্য একটা মহল চেষ্টা করছে। যদি কেউ অপরাধী হয়, তার অবশ্যই শাস্তি হোক। কিন্তু নির্দোষ মানুষ যেন নির্যাতনের শিকার না হয়, বিষয়টি দেখতে হবে। আমি শিল্পী সমিতিতে একাধিকবার নির্বাচিত হয়েছি, কারা কোন দলের সেটা বিবেচনায় নিয়ে কাজ করিনি। শিল্পীরা সবাই সমান।”
মামলার অভিযোগে বলা হয়েছে যে, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্র নিয়ে তার গাড়িবহরে হামলা চালান। এ হামলায় গাড়িবহরের ১২/১৪টি গাড়ি ভাঙচুর, ৪টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং নেতাকর্মীদের মারধর করা হয়। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন এবং সাধারণ পথচারীরা ইট-পাথর নিক্ষেপে আহত হন।
বর্তমানে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।