বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না, যিনি রাজনৈতিক এবং সামাজিক ইস্যুতে স্পষ্টভাষী, সম্প্রতি আর জি করে চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ড নিয়ে তার মতামত প্রকাশ করেছেন। ভারতের পশ্চিমবঙ্গে এই নৃশংস ঘটনা নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
আর জি করে কাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ থামছে না। বিনোদন জগতের তারকারাও এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে মুখ খুলছেন। এসব ঘটনার মধ্যে ভারতে ধর্ষণ এবং নারী নির্যাতনের অবস্থা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
সম্প্রতি মুক্তি পাওয়া ভূতের সিনেমা ‘স্ত্রী টু’ দেখার পর টুইঙ্কেল খান্না মন্তব্য করেছেন, ‘অন্ধকার রাস্তায় ভূতের চেয়ে এখন পুরুষেরা বেশি বিপজ্জনক।’ তার মতে, বর্তমান পরিস্থিতিতে নারীরা পুরুষের থেকে ভূতের মুখোমুখি হওয়া বেশি নিরাপদ। কলকাতা, বদলাপুর, আসামসহ বিভিন্ন জায়গায় নারীদের বিরুদ্ধে নারকীয় ঘটনা ঘটছে এবং টুইঙ্কেল মনে করছেন, বর্তমানে মানুষ সবচেয়ে বেশি বিপজ্জনক।
আর জি করে হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তিনি মেয়েদের ‘নাইট ডিউটি’ নিয়ে আইনগত নিরাপত্তা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন, দাবি করেছেন যে একুশ শতকেও নারীদের কর্মক্ষেত্র থেকে ঘরবন্দি না রেখে নিরাপত্তা নিশ্চিত করা উচিত।