বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের একটি ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট করে কার্টুনিস্টদেরকে আবারও নির্ভয়ে কার্টুন আঁকার আহ্বান জানিয়েছেন। রোববার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে। ২০০৬ সালের আগে, বাংলাদেশি কার্টুনিস্ট, বিশেষ করে শিশির ভট্টাচার্য, প্রায়ই আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন। যাই হোক, গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি, তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে তাকে। আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন। শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন আঁকা বন্ধ করে দেন।”
তিনি আরও বলেন, “আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি তিনি শিগগিরই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকা শুরু করবেন।”
তারেকের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১২ আগস্ট) নিজের ফেসবুক পেজে তারেকের সেই স্ট্যাটাসের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, “ঠিক আছে, আমি এখন স্বস্তি বোধ করতে পারি?”
ফারুকী আরও লেখেন, “যাই হোক, এটি একটি সুন্দর, খোলামেলা এবং স্মার্ট পোস্ট। আমাদের সকলের উচিত এটাকে সাধুবাদ জানানো এবং সতর্ক থাকা।”
তারেকের এমন পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করা হচ্ছে, বিশেষ করে দেশের গণমাধ্যম ও সৃজনশীল জগতে।