দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে শুরু থেকেই সরব ছিলেন।
ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত স্ট্যাটাস দিয়ে আসছেন তিনি।
রোববার (৪ আগস্ট) মোবাইল ডাটা বন্ধ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন সুনেরাহ। সেই সঙ্গে ছাত্রলীগকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করেন তিনি।
আজ দুপুরে মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পর সুনেরাহ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “সবাই একসাথে থাকলে মোবাইল ডাটা দিয়ে কী করব? যারা জানার তারা অলরেডি জানে, মোবাইল ডাটা অফ করে কী করেন আপনারা।”
এরপর, ছাত্রলীগের বিরুদ্ধেও তিনি ক্ষোভ প্রকাশ করে সংগঠনটিকে “অশিক্ষিত বুড়া সন্ত্রাসী” হিসেবে আখ্যায়িত করেন।
শুধু সুনেরাহ নন, মোবাইল ইন্টারনেট বন্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন আরও কয়েকজন তারকা, তাদের মধ্যে আছেন অভিনেতা সিয়াম আহমেদ, শামীম সরকার, এবং তাসনিয়া ফারিণ।