পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা কেন্দ্র করে উত্তাল পুরো রাজ্য। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনে যোগ দিয়েছেন বিনোদন অঙ্গনের মানুষরাও। তবে, ভারতজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সম্প্রতি আসাম, বদলাপুর থেকে বিহারের মতো বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটছে।
এই পরিস্থিতিতে ধর্ষকদের জন্য আবারও মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তিনি বলেছেন, “এক রাতে যদি নোটবন্দি হতে পারে, এক রাতে যদি লকডাউন ঘোষণা করা যায়, তাহলে এক রাতে ধর্ষকদের শাস্তি নয় কেন?”
শুভশ্রী তার স্বরচিত কবিতা লিখে মেয়েদের ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, “সংস্কার ধরে রাখার দায়িত্ব কী শুধু আমাদের? তাহলে ওরা কী করবে?” তার হুঁশিয়ারি, “অনেক হয়েছে নোংরামি আর পাপ, তাও নেই কোনো অনুতাপ। আমরা না কি পতিতা আর নষ্টা! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!”
তবে আন্দোলনে যোগ দিয়েও স্বস্তিতে নেই শুভশ্রী। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, “তাহলে কি শাসক দল ছাড়ছেন তিনি?” উল্লেখ্য, শুভশ্রী গাঙ্গুলির তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, এবং তার স্বামী রাজ চক্রবর্তীও এই দলের একজন বিধায়ক।