আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল সংক্রান্ত প্রাথমিক প্রতিক্রিয়া দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী, তবে তিনি মাঠে নামেননি। এর পরেই অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নাম না করে সৌরভকে কটাক্ষ করেছেন। স্বস্তিকা জানান, সৌরভ গাঙ্গুলী পরিচালিত ‘দাদাগিরি’ শোয়ের তিনি কখনই যাননি এবং ভবিষ্যতেও যাবেন না।
গত রোববার আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে সৌরভ গাঙ্গুলী প্রাথমিক প্রতিক্রিয়া দেন। তার বক্তব্য ছিল, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ভারত এবং বাংলা নারীদের জন্য নিরাপদ।” সৌরভের এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। স্বস্তিকা মুখার্জি ফেসবুকে লেখেন, “আমি কখনও ‘দাদাগিরি’-তে যাইনি এবং ভবিষ্যতেও যাব না। এটা অ্যাক্সিডেন্টালি নয়, নিজের ইচ্ছেতেই যাব না।”
স্বস্তিকা আরও বলেন, “ধর্ষণ এবং খুন কোনও অ্যাক্সিডেন্ট নয়। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের দেশে কোনো বয়সের মেয়ে নিরাপদ নয়। এই দুই কাজ ইচ্ছাকৃত। যারা করেছে তারা ইচ্ছে করে করেছে। যারা এখনও সচেতন হয়নি, তাদের আর কিছু বলার নেই। প্রিয় আইকন, আপনি এই হিংসাত্মক ঘটনাকে তুচ্ছ করে দেখার প্রয়োজন ছিল না।”
এরপর, সৌরভ গাঙ্গুলী আরজি কর কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “আমার আগের মন্তব্য কীভাবে ব্যাখ্যা করা হয়েছে জানি না। তবে এটা একটি নারকীয় ঘটনা। এর কঠোর শাস্তি হওয়া উচিত।”
সৌরভ বলেন, “পৃথিবীর যেকোনও প্রান্তে এই ধরনের ঘটনা ঘটলে তার প্রতিবাদ হওয়া উচিত। আমাদের দেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছেন, সেটাও প্রত্যাশিত। এমন নারকীয় অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত।” তিনি আরও যোগ করেন, “চিকিৎসকদের পেশা সমাজের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হাজার হাজার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, সেটাও ভাবতে হবে।”