অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় এবার প্রেমের খবর সংগ্রহ করতে ‘সাংবাদিকতার’ ভূমিকায় অবতীর্ণ হলেন। কলকাতার বিভিন্ন জায়গায় সম্প্রতি এক সঙ্গে দেখা গেছে অভিনেতা সোহম চক্রবর্তী ও প্রিয়াঙ্কা সরকারকে।
তাদের সম্পর্কের রহস্য উন্মোচনে উঠে-পড়ে লেগেছেন বিবৃতি। আসল ঘটনা জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল সোহমের সঙ্গে।
সোহম জানান, “পরিচালক রণরাজের আগামী ছবিতে আমি আর প্রিয়াঙ্কা আবার জুটি বেঁধেছি। সোমবার দক্ষিণ কলকাতায় শুটিং শুরু হয়েছে।” ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন বিবৃতি চট্টোপাধ্যায়।
রণরাজের প্রথম ছবি ‘পরিচয় গুপ্ত’ মুক্তি পাচ্ছে ৩০ আগস্ট। এই ছবিতে ঋত্বিক চক্রবর্তী অন্ধ জমিদারের চরিত্রে এবং জয় সেনগুপ্ত নারীবেশে অভিনয় করছেন। আরও রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক, অবন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
সোহম-প্রিয়াঙ্কা জুটি ‘কলকাতার হ্যারি’র পর আবারও একসঙ্গে কাজ করছেন এই ছবিতে। সোহম জানান, চেনা অভিনেত্রীর সঙ্গে কাজ করা সুবিধাজনক, কারণ তাদের মধ্যে আগে থেকেই রসায়ন তৈরি থাকে। ছবিটি বিশুদ্ধ প্রেমের গল্পে ভরপুর বলে জানান ছবির নায়ক। গানের সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।
পরিচালক রণরাজ জানান, বর্তমান সময়ে রহস্য-রোমাঞ্চের ছড়াছড়ি, প্রেমের গল্প যেন ভুলতে বসেছে সবাই। তাই তিনি তার দ্বিতীয় ছবিতে অতীতের ‘শর্তহীন ভালবাসা’র গল্প দেখাতে চলেছেন। কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং হবে, বাদ থাকবে না রাজারহাটও।
ছবিতে এক পত্রিকার সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন বিবৃতি। তার চরিত্রের নাম ‘বৃষ্টি’। ছবিতে সোহম ‘আকাশ’ ও প্রিয়াঙ্কা ‘মেঘলা’র চরিত্রে অভিনয় করছেন।
বিবৃতি বলেন, “পেশার কারণে অনেক সাংবাদিকের সঙ্গে মোলাকাত হয়েছে। তাদের পেশার প্রতি দায়বদ্ধতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব।” ছবির গল্পে সোহম ও প্রিয়াঙ্কা আধুনিক প্রজন্মের হলেও মনের গভীরে বিশুদ্ধ প্রেমের খোঁজে থাকবেন।