ঢালিউডে নতুন জুটি হিসেবে পর্দা মাতাতে আসছেন জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। দুজনই ইতোমধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেদের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। অভিনয়ের পাশাপাশি ভাবনা চিত্রাঙ্কন ও নাচেও বেশ পারদর্শী।
গত ২১ আগস্ট ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ভাবনা, যা গণমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি নিজেই। এই সিনেমার মাধ্যমেই ঢালিউড ইন্ডাস্ট্রি পেতে যাচ্ছে নতুন এই জুটি। সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক হিমু আকরাম।
সিনেমাটি নিয়ে আশনা হাবিব ভাবনা বলেন, “দুই মাস ধরে নির্মাতার সঙ্গে সিনেমাটিতে কাজের ব্যাপারে কথা হচ্ছিল। গল্প ও চরিত্র দুটিই আমার ভালো লেগেছে। এছাড়া, এই সিনেমায় প্রথমবারের মতো শরীফুল রাজ ও ভারতের স্বস্তিকা মুখার্জির সঙ্গে কাজ করবো, যা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে। তাই ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছি এবং চুক্তিবদ্ধ হয়েছি।”
এই সিনেমায় ভাবনা অভিনয় করবেন একজন সংগ্রামী নারীর চরিত্রে, যার নাম জুলেখা। তবে নির্মাতার নিষেধাজ্ঞার কারণে গল্প বা চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারেননি অভিনেত্রী। শুধু এটুকু জানান যে, এই সংগ্রামী চরিত্রটি তার পছন্দের, কারণ এ ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ থাকে বেশি।
শরীফুল রাজ ও আশনা হাবিব ভাবনার এই নতুন জুটির আগমন দর্শকদের জন্য এক নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে।