পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল মুখার্জি সম্প্রতি একটি ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছেন। দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ে তার গাড়ির সঙ্গে একটি বাইক আরোহীর সামান্য ধাক্কা লাগে। এই ঘটনার পর ওই যুবক চড়াও হয়ে পায়েলের গাড়ির কাচ ভেঙে দেয়।
ঘটনার পর পায়েল মুখার্জি সোশ্যাল মিডিয়ায় লাইভ এসে তার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, বাইক আরোহী তাকে গাড়ি থেকে নামতে বলেন এবং গাড়ির জানালা ভেঙে দেন। আতঙ্কিত পায়েল গাড়ি থেকে নামতে অস্বীকার করলে যুবক ঘুষি মারেন।
পায়েল বলেন, “ভাবতে পারছি না, জনবহুল রাস্তায় সন্ধ্যায় এমন ঘটনা ঘটতে পারে! মেয়েদের সুরক্ষা কোথায় পৌঁছেছে?”
পুলিশের সহায়তা পাওয়ার পর এসিপি অলোক সান্যাল পায়েলকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পায়েল তার ভাঙা গাড়ির কাচ ও আংশিক আঘাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
এসিপি অলোক সান্যাল জানিয়েছেন, পায়েলকে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়। থানায় গিয়ে পায়েল লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।