ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে। এই ঘটনার বিচারের দাবিতে কাঁটাতারের ওপারেও আন্দোলন চলছে, যেখানে বিনোদন মহলের ব্যক্তিত্বরাও সক্রিয়ভাবে প্রতিবাদ জানাচ্ছেন।
সম্প্রতি আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে কলকাতায় আয়োজিত একটি প্রতিবাদী সমাবেশে যোগ দিয়ে কথা বলেন টালিউড অভিনেত্রী পাওলি দাম। তিনি সাংবাদিকদের বলেন, “বিচার পাব কিনা জানি না, তবে আমাদের পক্ষে যতটা সম্ভব প্রতিবাদ করব। ২০২৪ সালে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার আশু প্রয়োজন। তাই রোদ, ঝড়, জল, বৃষ্টি সব উপেক্ষা করেই আমরা পথে নামছি।”
পাওলি দাম আরও বলেন, “কেবল কাজের ক্ষেত্রে নয়, ছেলে-মেয়ে নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা প্রয়োজন। বাড়ি থেকেই এই নিরাপত্তা শুরু হবে। রাস্তায় নিরাপত্তা চাই, কাজ করতে গিয়ে যেন শান্তিতে কাজ করতে পারি। কলকাতায় এমন একটি জঘন্য ঘটনা ঘটেছে, তা ভাবতেই পারছি না। আমাদের শিক্ষিত হওয়ার দাবি থাকলেও এমন ঘটনা ঘটছে—এটি অগ্রহণযোগ্য। কঠিন আইনের খুব দরকার।”
এই সমাবেশে দেব, রূপা গঙ্গোপাধ্যায়সহ অনেক টালিউড তারকা উপস্থিত ছিলেন। দেব ও রূপা পাশাপাশি বসে বিষয়টির উপর আলোচনা করেন। অন্যান্য নামী টালিউড মুখও এই সমাবেশে উপস্থিত ছিলেন, যা এই ঘটনার প্রতি বিনোদন মহলের সংহতির প্রমাণ।