ইদানীং অভিনেতা সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে ঘন ঘন দেখা যাওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারি।
যদিও পলক প্রেমের বিষয়টি বরাবরই অস্বীকার করেছেন। বলিউডের বিভিন্ন জায়গায় ইব্রাহিম ও পলককে একসঙ্গে দেখা গেছে, তবে ক্যামেরার সামনে আসলেই তারা নিজেদের আড়াল করার চেষ্টা করেন।
গত বছর পলকের বলিউডে অভিষেক হয়েছে, অন্যদিকে ইব্রাহিমের বলিউডে অভিষেকের প্রস্তুতি চলছে। কিছুদিন আগে ইব্রাহিমের মা অমৃতা সিং এবং দিদি সারা আলি খানের সঙ্গে গোয়া ভ্রমণের জল্পনাও শোনা গিয়েছিল।
নববর্ষের রাতে একটি পার্টি থেকে বেরিয়ে একই গাড়িতে ইব্রাহিম ও পলককে দেখা যায়। আলোকচিত্রীদের দেখে ইব্রাহিম পোশাক দিয়ে নিজের মুখ ঢাকার চেষ্টা করেন এবং পলক ক্যামেরা থেকে মুখ ফিরিয়ে নেন। এর আগেও ইব্রাহিমের গাড়িতে পলককে দেখামাত্রই তিনি মুখ লুকিয়ে নিয়েছিলেন।
এই প্রসঙ্গে পলকের মা শ্বেতা তিওয়ারি বলেন, “আমার মেয়ে এখনও বাচ্চা। প্রতিদিনই তাকে কোনো না কোনো ছেলের সঙ্গে জুড়ে দেওয়া হয়, কিন্তু ও এই বিষয়গুলো পাত্তা দেয় না। তবে এভাবে কতদিন চলবে, আমি জানি না। আমার অবশ্য এতে কিছু যায় আসে না, বরং এগুলো নিয়ে আমি হাসাহাসি করি।”