পূর্বের ঘোষণা অনুযায়ী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল দুটি সিনেমা: নির্মাতা রাজ চক্রবর্তীর ‘বাবলি’ ও সৃজিত মুখার্জির ‘পদাতিক’। তবে পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পরিপ্রেক্ষিতে শুরু হওয়া আন্দোলনের কারণে সিনেমা মুক্তির পরিপ্রেক্ষিতে বিপাকে পড়েছেন দুই নির্মাতাই।
সৃজিত মুখার্জি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “আমার মনে হয়, শহর এই মুহূর্তে কোনোরকম বিনোদন বা সিনেমা দেখার মানসিকতায় নেই। আমি তো নেই-ই।” তিনি আরও বলেন, “দর্শক যা চাইবেন, সেটাই হবে। এই পরিস্থিতিতে তারা যদি আমার সিনেমা না দেখেন, আমার কোনো আপত্তি নেই। আমি সিনেমা মুক্তি পেছানোর বিষয়ে প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তিনি আমাকে জানিয়েছেন, তার বিপুল আর্থিক ক্ষতি হবে। কারণ, সিনেমাটি জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে। তাই কিছু করা গেল না।”
সৃজিতের সিনেমা ‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। কিন্তু আন্দোলনের কারণে কলকাতায় সিনেমার প্রচারে যেতে পারেননি তিনি।
অন্যদিকে, রাজ চক্রবর্তীর ‘বাবলি’ সিনেমাটি ১৫ আগস্ট কলকাতায় মুক্তি পেয়েছে। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী ও আবির চ্যাটার্জি। বুকমাই শোয়ের তথ্য মতে, সিনেমাটি ভালোই হল পেয়েছে, তবে দর্শক ফেরার আশঙ্কা রয়েছে।
এই পরিস্থিতিতে, উভয় নির্মাতাই তাদের সিনেমার মুক্তি নিয়ে উদ্বিগ্ন, এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রভাব সিনেমার সফলতার ওপর পড়ছে।