ভারতের পশ্চিমবঙ্গে আর জি কর কাণ্ডের পর থেকেই উত্তাল কলকাতা শহর, তবে এর মাঝেও শহরের নারীরা বারবার হেনস্তার শিকার হচ্ছেন। সম্প্রতি অভিনেত্রী পায়েল মুখার্জীর গাড়ির কাচ ভাঙচুরের ঘটনার পর এবার রাতের কলকাতায় নিজের বাড়ির সামনেই হেনস্তার শিকার হলেন টেলিভিশন অভিনেত্রী ও মডেল মিশমি দাস। তাকে নানা ভাবে হেনস্তা করার পাশাপাশি অশ্লীল গালিগালাজও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, রোববার রাতে একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় মিশমি দাসের সঙ্গে এই ঘটনা ঘটে। অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে মিশমি লেখেন, ‘অনুষ্ঠানের জন্য বের হওয়ার সময়, আমার মা ও এক আত্মীয় বাড়িতে ঢুকছিলেন। তখন এক মহিলা ও তার স্বামী আমাদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করান, যার কারণে আমাদের গাড়িটি ঢুকতে পারছিল না। মা তাদের গাড়িটি সরাতে বললে, ওই মহিলা আমার মাকে গালিগালাজ ও হুমকি দিতে শুরু করেন। অবশেষে গাড়িটি সরালেও গালিগালাজ বন্ধ হয়নি।’
তিনি আরও লেখেন, ‘বাইরে এসে তাদের গাড়ির নম্বর প্লেটের ছবি তোলার চেষ্টা করলে, ওই মহিলা শারীরিকভাবে বাধা দেন এবং আমাকে ছবি মুছে ফেলার হুমকি দেন। আমি গাড়িতে উঠলে, উনি আমার গাড়ির ভিতরে হাত ঢুকিয়ে আমার ছবি তোলেন এবং বলেন, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমার নাম খারাপ কীভাবে করি, দেখো এবার।”‘
অভিনেত্রী আরও বলেন, ‘অনুষ্ঠানে যাওয়ার তাড়া ছিল, তাই বেরিয়ে যেতে হয়, কিন্তু তারা আমার মাকে এবং অন্য লোকদের আরও ২০ মিনিট ধরে গালিগালাজ করে। পরে পুলিশ আসে, কিন্তু পুলিশ অফিসারের সামনেই আমার ক্যারিয়ার নষ্ট করার হুমকি দেওয়া হয়। আমার বাড়ির সামনেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে আমি কীভাবে নিরাপদ বোধ করব?’
মিশমি দাসের পোস্টটি দেখে তার অনুরাগীরা বেশ হতভম্ব হয়ে পড়েছেন এবং তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।