কলকাতায় এক ডাক্তারকে ধর্ষণ করে হত্যার ঘটনায় শহরে প্রতিবাদের ঝড় উঠেছে। অভিনেত্রী রুক্মিণী মৈত্রও এই ঘটনায় সোচ্চার হয়েছেন, যদিও তাকে সরাসরি মিছিলে অংশ নিতে দেখা যায়নি।
দেব ও রুক্মিণী দীর্ঘদিন ছুটি কাটিয়ে মরুর দেশে ফিরে এসেছেন। তাদের ছুটি কাটানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় তারা কটাক্ষের মুখে পড়েন। দেশে ফিরে দেবের বাবা অসুস্থ থাকায় রুক্মিণী আবারও ব্যস্ত হয়ে পড়েন। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ধর্ষকদের শাস্তির জন্য ভারতীয় আইন পরিবর্তনের দাবি জানিয়েছেন।
রুক্মিণী তার সোশ্যাল মিডিয়া স্টোরিতে লিখেছেন, “ভারতীয় আইন সংহিতায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন। ধর্ষকদের জন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করা উচিত। শাস্তির মাত্রা এতই কঠোর হতে হবে যে এটি অন্যদের মনে ধর্ষণের ভাবনা কমাবে।”
তিনি আরও উল্লেখ করেছেন, “প্রথমে ব্যক্তিগতভাবে মুখের ভাষা সংযত করা শিখুন। মহিলাদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করা উচিত নয়। ধর্ষণ কালচার বন্ধ করা উচিত এবং এটি সামাজিকভাবে অস্বাভাবিক মনে হওয়া উচিত।”
ঘটনার সূত্রপাত ৯ আগস্ট, যখন কলকাতার শ্যামবাজারে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর জানা যায়, চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ আত্মহত্যার কথা বললেও, কলকাতা এবং পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ বিক্ষোভের ঢেউ ওঠে।