কলকাতার আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডে উত্তাল কলকাতা। ১৫ দিন পার হয়ে গেলেও পুলিশের হাতে আসেনি অধিকাংশ অভিযুক্ত, যা আন্দোলনকে আরও তীব্র করেছে। এই পরিস্থিতিতে ছুটি কাটিয়ে কলকাতার রাজপথে নেমেছেন টালিউডের জনপ্রিয় তারকা দেব।
আরজিকর ধর্ষণকাণ্ডে আর্টিস্ট ফোরামের ডাকা গণঅবস্থানে যোগ দিয়ে দেব সাংবাদিকদের সামনে তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, “যারা ধর্ষণ করবে তাদের একটাই শাস্তি, ফাঁসি।” এ ছাড়া প্রধানমন্ত্রীর কাছে তিনি রাজনৈতিক আবেদনও জানান।
দেব আরও বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা চাই, বাংলার এবং ভারতের সকল মানুষ চান যে ধর্ষকদের কঠোর শাস্তি দেওয়া হোক। আজ থেকে নয়, দুই-আড়াই বছর আগে থেকেই বলছি যে যতদিন না মানুষের মধ্যে ভয় তৈরি হবে, ততদিন এই ধর্ষণের ঘটনা ঘটতে থাকবে। আমাদের এখনই ধর্ষকদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতে হবে।”
দেব ছাড়াও, এই আন্দোলনে টালিগঞ্জের প্রায় সকল তারকা রাজপথে নেমে বিচারের দাবি জানাচ্ছেন। সাধারণ জনগণের পাশাপাশি তারা স্লোগানে স্লোগানে ধর্ষণের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।