দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসকে বাদ দেওয়া হয়েছে নতুন সিনেমা ‘মীর জাফর চ্যাপ্টার টু’ থেকে। সিনেমাটি নির্মাণ করেছেন অর্কদীপ মল্লিকা নাথ। ফেরদৌসের বাদ পড়ার বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রানা সরকার।
রানা সরকার জানান, “আমরা দুই বাংলার দর্শকদের কথা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করি। তবে বাংলাদেশের মানুষের, বিশেষত ছাত্রদের আবেগের কথা বিবেচনা করে, আমার কোনো সিনেমায় এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের কাস্টিং করব না, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। সে হিসেবেই ফেরদৌসকে আমরা সিনেমাটিতে রাখছি না। এছাড়া, তিনি কিছুদিন ধরে রেসপন্স করছিলেন না। গত জানুয়ারি থেকে বারবার যোগাযোগ করার পরও তার কাছ থেকে সাড়া পাইনি।”
প্রযোজক আরও জানান, সিনেমাটির শুটিং ২০২৩ সালে শুরু হওয়ার কথা ছিল এবং এরই মধ্যে অভিনয় শিল্পীদের লুকও প্রকাশ করা হয়েছে। তবে বিভিন্ন কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি।
এ সিনেমায় বাংলাদেশের আরেক অভিনেতা জিয়াউল রোশানের অভিনয়ের কথা রয়েছে। প্রযোজকের মতে, “শুধু ফেরদৌসের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রোশানের বিষয়ে এখনও কোনো পরিবর্তন করা হয়নি। তাই শুটিং শুরু হলে রোশান থাকছেন।”