চিত্রনায়ক আরিফিন শুভ দীর্ঘ সময় ধরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে ছিলেন। সর্বশেষ ৩১ জুলাই তার একটি পোস্ট দেখা গিয়েছিল।
এরপর থেকে তিনি অনুপস্থিত ছিলেন, কিন্তু সম্প্রতি ভয়াবহ বন্যার প্রেক্ষিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্লাবিত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে আসেন। একটি পোস্টের মাধ্যমে তিনি বন্যার্তদের সাহায্যের আহ্বান জানান।
বৃহস্পতিবার (২২ আগস্ট) আরিফিন শুভ তার ফেসবুক পেজে লিখেছেন, “ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা। দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আসুন সবাই নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়াই। সবার আগে বন্যাকবলিত এলাকার মানুষ, পশুপাখিসহ সব জীবের নিরাপত্তা নিশ্চিত করি। আল্লাহ সহায় হন আমাদের।”
এই পোস্টের পরই নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে তার মন্তব্য বক্সে আক্রমণাত্মক মন্তব্য শুরু করেন। অনেকেই তার উদ্যোগকে যথেষ্ট মনে করেননি এবং অভিনেতাকে কঠোর সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলা আলোচনা এবং ক্ষোভের পরিপ্রেক্ষিতে আরিফিন শুভকে নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছে।