ব্রিটিশ বংশোদ্ভূত বলিউড ও দক্ষিণী অভিনেত্রী এমি জ্যাকসন দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর এবার হলিউড অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্প্রতি ইতালির আমালফি কোস্টে ক্যাথলিক রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এমি নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন।
বিয়ের অনুষ্ঠানে এমি সাদা গাউনে এবং মাথায় সাদা ব্যান্ড পরে ছিলেন। বিয়ের পরের মুহূর্তে বর এডকে চুমু খেতে দেখা গেছে ‘সিং ইজ ব্লিং’ অভিনেত্রীকে।
বিশেষ এই দিনটির অংশ হয়েছিলেন এমির পাঁচ বছরের ছেলে আন্দ্রেয়াসও, যিনি এমি এবং তার সাবেক প্রেমিক জর্জ পানায়িওটোর সন্তান। ২০১৯ সালে এমি মা হন, কিন্তু ২০২১ সালে তার ও জর্জের সম্পর্কের ইতি ঘটে।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমি জানিয়েছেন, ছেলে আন্দ্রেয়াসের ইচ্ছাতেই তিনি এডের সঙ্গে বিয়ে করেছেন।
তিনি আরও জানান, আন্দ্রেয়াস এডকে ছোটবেলা থেকেই চেনে এবং সবসময় চাইত তার মা এডকে বিয়ে করুক। বাগদান পর্বের পর এমি বলেন, “সে (আন্দ্রেয়াস) খুব খুশি ছিল। কিছু মাস আগে আমার আঙুলে আংটি দেখে ছেলে বলেছিল, ‘মা, তুমি বিয়ে করোনি?'”
২০২২ সালে এমি এবং ‘গসিপ গার্ল’ সিরিজের অভিনেতা এড ওয়েস্টউইকের সম্পর্কের শুরু। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডে তাদের বাগদান সম্পন্ন হয়, আর বছরের মধ্যেই বিয়ের পর্ব সারলেন তারা।