দেশের ১২ জেলায় ভয়াবহ বন্যার কারণে প্রায় ৩৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অসহায়দের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এবং সংগীতশিল্পীরাও তাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও অনুদান পাঠাচ্ছেন।
এরই মধ্যে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উপস্থিত হয়ে অনুদান দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি সেখানে গিয়ে অনুদান দাতাদের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেন এবং সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে অপু বিশ্বাস লেখেন, ‘দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার।’ তিনি আরও লেখেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি হওয়ায় মনটা ভালো নেই। অসহায় মানুষদের কষ্ট দেখতে পেয়ে আমার মন চায় তাদের পাশে দাঁড়াতে। বিশেষ করে অসহায় বাচ্চাদের দেখলে আমি আমার ছেলে জয়কে খুঁজে পাই। তবে, আমার একমাত্র ছেলেকে রেখে সেখানে যেতে পারছি না।’
অপু বিশ্বাস বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘বন্যার প্রথম থেকেই আমি বিভিন্ন টিম ও ফাউন্ডেশনে সহায়তা করে যাচ্ছি। আমরা সবাই যদি আমাদের জায়গা থেকে সাহায্যের হাত বাড়াই, তাহলে আমাদের সোনার বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।’
অপু বিশ্বাসের এই উদ্যোগকে কেন্দ্র করে তার ভক্তরাও নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন এবং সকলের সহযোগিতার জন্য সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করেছেন।