বন্যায় প্লাবিত এলাকাগুলো থেকে পানি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ কমেনি। এখনও অসংখ্য মানুষ আশ্রয়কেন্দ্র ও উঁচু এলাকায় খোলা আকাশের নিচে আটকা আছেন।
এই বিপর্যয়ের মধ্যে বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা, অভিনেতা-অভিনেত্রী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এবং সংগীত শিল্পীরা সাহায্যের হাত বাড়িয়েছেন। তাদের মধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ খ্যাত জিয়াউল হক পলাশও রয়েছেন।
জিয়াউল হক পলাশ তার ‘ডাকবাক্স’ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাদুর্গতদের সহায়তা করছেন। তার ফাউন্ডেশন বিভিন্ন এলাকায় কাজ করছে, যেখানে পলাশের ২৭ জন ভলান্টিয়ার বর্তমানে সক্রিয়।
রোববার (২৫ আগস্ট) এক সংবাদমাধ্যমকে পলাশ বলেন, “ত্রাণ হিসেবে অনেকেই শুকনো খাবার দিচ্ছেন। আমি একটু ভিন্নভাবে চিন্তা করেছি। আমরা পরিষ্কার-পরিচ্ছন্নভাবে রান্না করা খাবার আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছি।” পলাশ জানান, তার ফাউন্ডেশন হাজারের কাছাকাছি মানুষকে রান্না করে খাবার দিয়েছে এবং আগামী তিন দিন এভাবে চলবে। তার ভলান্টিয়াররা বর্তমানে নোয়াখালীতে কাজ করছেন।
বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে তিনি বলেন, “বন্যার পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, বিশেষ করে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়েও আমরা চিন্তাভাবনা করছি এবং বন্যা পরবর্তী সহায়তায় সক্রিয় থাকব।”
পলাশ আরও জানান, তার ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ এর কার্যক্রম নিয়ে অনেকেই জানেন না। তাই, অধিকাংশ অর্থায়ন তিনি নিজেই করেন। পরিচিত কেউ যদি স্বেচ্ছায় ডোনেশন দেন, তবে সেটাও গ্রহণ করা হয়।