রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রশাসনিক অনুমোদন ছাড়াই তিনটি বিভাগের ক্লাস শুরু হয়েছে। রোববার (১৮ আগস্ট) বেলা ১১টায় সমাজকর্ম বিভাগের ক্লাস শুরু হয়, এরপর ইসলামিক স্টাডিজ ও ফোকলোর বিভাগের শিক্ষকরা নিজ উদ্যোগে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও দপ্তর চালু হলেও, মাত্র তিনটি বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে ক্লাস শুরু হয়নি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও সীমিত ছিল।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী জানিয়েছেন, “আমরা দ্রুত একাডেমিক কার্যক্রমে ফিরতে চাই।” গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সেলিম হোসেন বলেন, “দেশব্যাপী আন্দোলনের ফলে আমাদের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অনেক প্রশাসনিক কর্মকর্তা নেই। তাই বিভিন্ন কার্যক্রম বন্ধ রয়েছে। দ্রুত এসব সংকট নিরসন করে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানাচ্ছি।”
গত তিন দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৭৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন, যার ফলে প্রশাসনিক কার্যক্রমে বিরূপ প্রভাব পড়েছে।