জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে নেমেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন তারা।
বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবন ও উপাচার্য বাংলোর সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন কলা অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, প্রক্টর অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সিএসই বিভাগের অধ্যাপক ড. এএইচএম কামাল, সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমি প্রমুখ।
শিক্ষার্থীরা উপাচার্যের পাশাপাশি তার অনুগত হিসেবে পরিচিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান, প্রকল্প পরিচালক প্রকৌশলী জোবায়ের হোসেন এবং পরিবহন প্রশাসক ড. মো. আরিফুর রহমানের পদত্যাগের দাবি করেছেন।
শিক্ষার্থীদের দাবি, জরুরি সিন্ডিকেট ডেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে এবং পরবর্তীতে দলীয় রাজনীতির অপচেষ্টা হলে শাস্তির বিধান করতে হবে।
এছাড়া, গত ৭ আগস্টের আকস্মিক রদবদলকে প্রহসন আখ্যা দিয়ে তা বাতিল করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাপূর্বক নিয়োগের দাবি জানানো হয়েছে। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য করে যেসব দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তাদের অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে এবং আইন অনুসরণ করে ডিন ও বিভাগীয় প্রধান নিয়োগ দিতে হবে। এছাড়া, শিক্ষক রাজনীতি নিষিদ্ধের দাবিও জানানো হয়েছে।