---Advertisement---

বিজ্ঞান, মানবিক ও ব্যবসা বিভাগ ফিরিয়ে আনার ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

By Ismail

Published On:

Follow Us
---Advertisement---

বিজ্ঞান, মানবিক ও ব্যবসা বিভাগ পুনরায় চালু করার ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইঙ্গিত দেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষাব্যবস্থার বর্তমান কাঠামোতে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। বইয়ের মলাট থেকে শুরু করে ভেতরের বিষয়বস্তুতে এমন কিছু পরিবর্তন করতে হবে যা দ্রুততার সাথে কার্যকর হবে। তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে নবম শ্রেণিতে পড়া শিক্ষার্থীরা পরিবর্তনের ফলে সমস্যায় পড়তে পারে। কারণ তারা যখন দশম শ্রেণিতে উঠবে, তখন বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা বিভাগের দিকে ঝোঁক বৃদ্ধি পাবে। এই পরিবর্তনগুলো যদি স্কুল পর্যায়ে বাস্তবায়িত না হয়, তবে কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা সমস্যায় পড়বে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, নতুন শিক্ষাক্রমে কিছু দুর্বলতা রয়েছে, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে। যদিও সময় সীমিত, তবে যতটুকু সম্ভব পরিবর্তন আনা হবে। জানুয়ারি মাস আসার আগে সারাদেশের পাঠ্যবই তৈরি করতে হবে, যা বড় একটি চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, পাঠ্যবই মুদ্রণে জড়িত চক্রগুলি এই প্রক্রিয়ায় কোটি কোটি টাকার বাণিজ্য করে থাকে। তবে, যথাযথ সময় পেলে পুরো শিক্ষাক্রম পুনর্গঠন করে নতুন বই দেওয়া সম্ভব হতো।

তিনি আরও জানান, নতুন শিক্ষানীতি প্রণয়নে সময় লাগবে, তবে একটি আধুনিক শিক্ষানীতির ভিত্তি স্থাপন করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। নতুন শিক্ষাক্রমে অনেক শিক্ষার্থী ও অভিভাবক অসন্তুষ্ট। শিক্ষার্থীরা কি পড়ছে এবং মূল্যায়নের পদ্ধতি নিয়ে তারা বিভ্রান্ত। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তিনি নিজেও বই দেখে মূল্যায়ন পদ্ধতি নিয়ে চিন্তিত। পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সবার আগে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে।

তিনি আরও বলেন, এবার পাঠ্যবই মুদ্রণে কোনো আর্থিক অনিয়ম হবে না, এবং বইগুলো দৃষ্টিনন্দন হবে। শিক্ষাক্রম সংস্কারের জন্য একটি কমিটি গঠন করা হবে, যা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নেতৃত্বে তৈরি হবে।

টেন্ডারের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সব ধরনের টেন্ডার প্রক্রিয়া বন্ধ রয়েছে এবং যত দ্রুত সম্ভব বই ছাপানোর চেষ্টা করা হচ্ছে। শিক্ষাখাতে সব ধরনের অন্যায় চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সব জায়গায় এই প্রক্রিয়া চলবে, তবে বিশৃঙ্খলা করা যাবে না এবং রাতারাতি সবকিছু পরিবর্তন সম্ভব নয়।

MD. Ismail is the founder and editor of Taza Bangla, a platform dedicated to delivering fast, accurate, and unbiased news for Bengali readers. With a passion for storytelling, he is committed to keeping the audience informed with the stories that matter most.

Leave a Comment