ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগ করা ভাইস চ্যান্সেলর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদের অব্যাহতির দাবিতে শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলন শুরু করেছেন।
শিক্ষার্থীরা গত শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিভাগের অফিসে তালা ঝুলিয়ে এবং প্রতিবাদী ব্যানার টাঙিয়ে দেন। ব্যানারে লেখা ছিল, “স্বৈরাচারের দোসর, নজিরবিহীন দুর্নীতিবাজ, আনফেয়ার নিয়োগের জনক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সদ্য পদচ্যুত ভিসি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুর রশিদের অব্যাহতির দাবিতে শিক্ষার্থীদের এই অসহযোগ আন্দোলন।”
শিক্ষার্থীরা জানান, যদি আগামী রোববার বেলা ১১টার মধ্যে অধ্যাপক আবদুর রশিদ স্বেচ্ছায় অবসর গ্রহণ না করেন, তবে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না বলেও সতর্ক করে দিয়েছেন।
অধ্যাপক আবদুর রশিদ বিরুদ্ধে স্বৈরাচার, দুর্নীতি, নিয়োগে অনিয়ম এবং শিক্ষার্থীদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ রয়েছে। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান আল ফাহাদ বলেন, “আমরা অ্যালামনাই এবং সকল শিক্ষার্থীর সম্মতিক্রমে এই আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি। আগামী রোববার পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
আরেক শিক্ষার্থী বলেন, “একবার আমি স্যারকে ক্লাসে উপস্থিতির জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু স্যার আমাকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন, যা অত্যন্ত অপমানজনক ছিল।”
এই বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সানাউল্লাহকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।