পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার, ২৫ আগস্ট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানিক ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করতে বলেছে। এই জব্দের আওতায় তাদের স্ত্রী, সন্তানদের ব্যক্তিগত ব্যাংক হিসাবও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না এবং প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো হতে পারে। নির্দেশনায় মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার প্রাসঙ্গিক ধারা প্রযোজ্য থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এসব হিসাব জব্দ করেছে, তাদেরকে ৫ কার্যদিবসের মধ্যে হিসাবসংশ্লিষ্ট তথ্য ও দলিল বিএফআইইউর কাছে পাঠাতে হবে।