জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, এবং বেসিক ব্যাংক লিমিটেডের ৪০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারীদের মতোই কর অব্যাহতির সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। এটি ২০১৭-১৮ করবর্ষ থেকে কার্যকর হবে।
গত ২২ আগস্ট এনবিআরের করনীতি বিভাগ থেকে ইস্যু করা চিঠির মাধ্যমে এই সুবিধা নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, এসব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগের মাধ্যমে প্রণীত চাকরি স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অনুযায়ী বেতন-ভাতাদি গ্রহণ করেন। ফলে তাদের কর অব্যাহতির সুবিধা পাওয়া উচিত।
এনবিআর দীর্ঘদিন ধরে এই ব্যাংকগুলোর কর্মকর্তাদের ওপর করের দাবি করে আসছিল, যদিও তারা সরকারি কর্মচারী হিসেবে করমুক্ত সুবিধা পাওয়ার অধিকারী। ২০১৮ সাল থেকে ব্যাংক কর্মকর্তারা অতিরিক্ত আয়কর প্রদানের নোটিশ পেয়ে বিষয়টি বিরোধিতা করে আসছিলেন।
ব্যাংকগুলোর ব্যবস্থাপনা কমিটি এনবিআরের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করেছে, তবে কোনো সমাধান হয়নি। এখন অর্থ মন্ত্রণালয়ের স্পষ্টীকরণে এনবিআর কর্মকর্তাদের কর অব্যাহতি সুবিধা প্রদান করতে রাজি হয়েছে।