---Advertisement---

ড. ইউনূসের নেতৃত্বে পোশাক শিল্পে বিদেশি বায়ারদের মধ্যে নতুন আস্থা: বিজিএমইএ

By Ismail

Published On:

Follow Us
---Advertisement---

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় বিদেশি বায়ারদের মধ্যে নতুন আস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার (১৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিএমইএ’র পরিচালক শোভন ইসলাম এ তথ্য জানান।

শোভন ইসলাম বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের আসার ফলে আমাদের তৈরি পোশাক শিল্পে একটি পজিটিভ এনভায়ারনমেন্ট তৈরি হয়েছে। বিশেষ করে বিদেশি বায়ারদের মধ্যে চমৎকার একটি আস্থার সম্পর্ক গড়ে উঠেছে। কারণ ড. ইউনূস নিজেই একটি ব্র্যান্ড। এ কারণে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পরও চরম আস্থা ফিরে এসেছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই এই আস্থাকে কাজে লাগিয়ে আমাদের রপ্তানি আদেশ বাড়ানোর চেষ্টা করব। ড. ইউনূস সাহেবও আশ্বাস দিয়েছেন যে তিনি তার পরিচিতি ও আন্তর্জাতিক মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ উন্নত করার জন্য সচেষ্ট থাকবেন।”

MD. Ismail is the founder and editor of Taza Bangla, a platform dedicated to delivering fast, accurate, and unbiased news for Bengali readers. With a passion for storytelling, he is committed to keeping the audience informed with the stories that matter most.

Leave a Comment