আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস) ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিএফআইইউ এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন ফ্রিজ করা হয়েছে। একই সঙ্গে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি ও মেয়ে তানিয়া অন্যন্যা মুনশি এবং তৃষা মুনশির ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
চিঠিতে উল্লিখিত আটজনের পরিচয় ও তথ্য উল্লেখ করে বলা হয়েছে, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, চিঠি পাওয়ার ৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট হিসাবের কেওয়াইসি, হিসাব খোলার ফরম, এবং লেনদেন বিবরণী বিএফআইইউতে জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, তদন্তের প্রয়োজনে এসব হিসাবের লেনদেন স্থগিত করার সময়সীমা বাড়ানো হতে পারে।