---Advertisement---

১ হাজার টাকার নোট বাতিল, বাংলাদেশ ব্যাংকের অবস্থান

By Ismail

Published On:

Follow Us
---Advertisement---

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ১ হাজার টাকার নোট বাতিল নিয়ে গুঞ্জন চলছে। বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে জানায়, ১ হাজার টাকার নোট বাতিলের যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব। এই ধরনের কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি।

অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “এক হাজার টাকার নোটের বিষয়ে মূল অথোরিটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। যদি তারা এ বিষয়ে কিছু জানিয়ে থাকে, তাহলে এতে কোনো সমস্যা নেই। এই নোট যেমন ছিল, তেমনি চলবে।”

মঙ্গলবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের দপ্তরে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ড. সালেহউদ্দিন।

বৈঠক শেষে তিনি আরও জানান, “১৮ লাখ কোটি টাকার ঋণ নিয়ে কাজ শুরু করেছি, যা একটি বড় চ্যালেঞ্জ। ঋণের অর্থের ব্যবহারের গুণগত মান এখন থেকে নিশ্চিত করা হবে।”

চীনের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, “চীনের ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।”

বৈঠকের আগে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, “আমরা চলমান প্রকল্পে আমাদের সহায়তা অব্যাহত রাখব।”

MD. Ismail is the founder and editor of Taza Bangla, a platform dedicated to delivering fast, accurate, and unbiased news for Bengali readers. With a passion for storytelling, he is committed to keeping the audience informed with the stories that matter most.

Leave a Comment