শেখ হাসিনার দেশ ত্যাগের পর হঠাৎই নেট দুনিয়ায় আলোচিত হয়ে উঠেছেন কুমিল্লার রসমালাইখ্যাত তাহসিন বাহার সূচনা। তরুণ থেকে মাঝবয়সী, সবার আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। তার রূপ লাবণ্যর কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে “কুমিল্লার রসমালাই” উপাধি দেওয়া হয়েছে। তবে এবার তাকে ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি হত্যা মামলা।
কুমিল্লার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাছুম মিয়া নামে এক যুবককে হত্যার ঘটনায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র সূচনার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ অনুসারে, গত ৪ আগস্ট কুমিল্লার শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলন করছিলেন। সেই সময় বাহার ও তার মেয়ে সূচনার নির্দেশে তাদের অনুসারীরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়, যা মাছুম মিয়ার মৃত্যুর কারণ হয়।
এ ঘটনায় সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ গ্রামের তাজুল ইসলামের ছেলে আবদুল হান্নান বাদী হয়ে ১৮ আগস্ট কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৬২ জনের নাম উল্লেখসহ মোট ৪০০ জনকে আসামি করা হয়েছে।
শেখ হাসিনার পদত্যাগের পর ওই দিন সন্ধ্যায় দুর্বৃত্তরা তাহসিন বাহার সূচনার বাসভবন পুড়িয়ে দেয় এবং সব জিনিসপত্র লুট করে নেয়। এসময় কুমিল্লার অনেক কাউন্সিলরের বাসভবন ও কার্যালয়েও আক্রমণ হয়। বর্তমানে বাহার কন্যা সূচনা আত্মগোপনে রয়েছেন।