হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের এক কর্মীকে জুতার মালা পরিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে যে, ওই কর্মী, সাকিব আহমেদ, শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
রোববার (২৫ আগস্ট) অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাকিব আহমেদ পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে জুতার মালা পরিয়ে দেয় এবং সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
গত ১৬ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, সাকিব ওই হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
সাকিবের ক্যাম্পাসে আসার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাকে জুতার মালা পরিয়ে প্রধান ফটকের দিকে নিয়ে যায়। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে সাকিব শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দেন।
দিনাজপুর জেলার সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন শামিম, দিনাজপুর সদরের এসি (ল্যান্ড), এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাকিবকে তাদের সঙ্গে নিয়ে যান।